পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নে ভেড়ামারা গ্রামে গ্রামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠান টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি রাজনীতি মুক্ত এবং মনোরম পরিবেশে অবস্থিত। পাবলিক পরিক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়ে বিদ্যুৎসংযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতিঃ – অনুমতিঃ ০১/০১/১৯৯৬ স্বীকৃতিঃ ৩১/১২/২০২৬
শ্রেণিভিত্তিক অনুমদিত শাখার তথ্যঃ ৬ষ্ঠ ,৭ম ও ৮ম শ্রেণীতে খ শাখা এবং নবম ও দশম শ্রেণতে বিজ্ঞান ও মানবিক শাখা রাজশাহী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত আছে।
এমপিও- হ্যাঁ এটি একটি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ।
উপজেলার পটভূমিঃ
ভাংগুড়া চলনবিল বিধৌত একটি জনপদ। ভাংগুড়া উপজেলা ০৫টি ইউনিয়ন (ভাংগুড়া, পার-ভাংগুড়া, অষ্টমনিষা, খানমরিচ, দিলপাশার) ও ০১টি পৌরসভা (ভাংগুড়া পৌরসভা) নিয়ে গঠিত। মূলতঃ গুমানী এবং বড়াল নদী বেষ্টিত এই ভূ-ভাগ চলনবিল সন্নিহিত হওয়ায় প্লাবন সমভূমি দ্বারা গঠিত। প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন স্বাক্ষ্য পাওয়া যায় না। তবে এর বুক চিরে খুলনা-ঢাকা, রাজশাহী-ঢাকা, দিনাজপুর-ঢাকা রেল যোগাযোগ বৃটিশদের দ্বারা তৈরী হওয়ায় তৎকালীন সময়ে ভাংগুড়ার সাথে কলিকাতার যোগাযোগ ছিল। ভাংগুড়া নামটা নিয়ে কিংবদন্তী প্রচলিত আছে। অনেকে বলেন- বড়াল এবং গুমানী নদীর ভাঙ্গন কবলিত এলাকা হওয়ায় এর প্রাচীন নাম ছিল ভাংগুরিয়া। এভাবে ভাংগুরিয়া থেকে ভাংগুড়া নামের উদ্ভব হয়।
